A Message From The Pathshala Principal
আমাদের লিপিলেখার এই বাংলা পাঠশালা আমাদের অত্যন্ত আন্তরিক ও প্রিয়, আর এখান থেকেই আমাদের নতুন প্রজন্মের, প্রথম পরিচয় ঘটে বাংলা ভাষার সাথে। বেশ কিছু বছর আগে, কিছু বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা এই স্কুল, আজ অনেকটাই বড় হয়েছে ।
বাংলা অক্ষর, রং, ফল-ফুল, ছড়া, বাংলা-সাহিত্য ও সাহিত্যিকদের ছাড়াও, আমাদের ছাত্র-ছাত্রীদের, এই পাঠশালাতেই প্রথম পরিচিতি ঘটে বাংলার সংস্কৃতির সঙ্গে।
গত দু-বছরের ভয়ঙ্কর Covid-19 ও আমাদের উৎসাহ কে দমন করতে পারেনি। দূরে সরিয়ে নিয়ে যেতে পারেনি আমাদের ছাত্র-ছাত্রীদের। এই মর্মান্তিক মহামারির মধ্যে আমাদের বাংলা ক্লাস, ছোটদের বাংলা নাটক, গান, আবৃত্তি – সবকিছুই বজায় রাখার চেষ্টা করেছি আমরা “zoom”এর মাধ্যমে । এই “zoom” এ বাংলা শেখা জনপ্রিয় হয়ে ওঠার জন্য, আজ বাংলা পাঠশালা আর Westchester, NY এ শুধু সীমাবদ্ধ নেই। আশেপাশের বেশ কিছু রাজ্য থেকে যোগ দিয়েছে, বেশ কিছু ছাত্র-ছাত্রী। আমাদের এই পাশ্চাত্য দেশের ভীষণ ব্যস্ত জীবনে, এক ছোট্ট কেন্দ্রবিন্দু হল আমাদের এই পাঠশালা। একটা যোগসূত্র যা আমাদের সকলকে বেঁধে রেখেছে এক অবিছিন্ন বন্ধনে। এ যেন হৃদয় আর নাড়ীর টান, আমাদের ফেলে আসা মাতৃভূমি ও মাতৃভাষার সঙ্গে।
আমাদের ছেলেবেলার, কৈশোর, যৌবনের অভিজ্ঞতা ও অনুভূতি, কিছুটা, আমাদের নতুন প্রজন্মের সাথে ভাগ করে নেবার জায়গা আমাদের এই বাংলা স্কুল।