Pathshala

A Message From The Pathshala Principal

আমাদের লিপিলেখার এই বাংলা পাঠশালা আমাদের অত্যন্ত আন্তরিক ও প্রিয়, আর এখান থেকেই আমাদের নতুন প্রজন্মের, প্রথম পরিচয় ঘটে বাংলা ভাষার সাথে। বেশ কিছু বছর আগে, কিছু বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা এই স্কুল, আজ অনেকটাই বড় হয়েছে ।

বাংলা অক্ষর, রং, ফল-ফুল, ছড়া, বাংলা-সাহিত্য ও সাহিত্যিকদের ছাড়াও, আমাদের ছাত্র-ছাত্রীদের, এই পাঠশালাতেই প্রথম পরিচিতি ঘটে বাংলার সংস্কৃতির সঙ্গে।
গত দু-বছরের ভয়ঙ্কর Covid-19 ও আমাদের উৎসাহ কে দমন করতে পারেনি। দূরে সরিয়ে নিয়ে যেতে পারেনি আমাদের ছাত্র-ছাত্রীদের। এই মর্মান্তিক মহামারির মধ্যে আমাদের বাংলা ক্লাস, ছোটদের বাংলা নাটক, গান, আবৃত্তি – সবকিছুই বজায় রাখার চেষ্টা করেছি আমরা “zoom”এর মাধ্যমে । এই “zoom” এ বাংলা শেখা জনপ্রিয় হয়ে ওঠার জন্য, আজ বাংলা পাঠশালা আর Westchester, NY এ শুধু সীমাবদ্ধ নেই। আশেপাশের বেশ কিছু রাজ্য থেকে যোগ দিয়েছে, বেশ কিছু ছাত্র-ছাত্রী। আমাদের এই পাশ্চাত্য দেশের ভীষণ ব্যস্ত জীবনে, এক ছোট্ট কেন্দ্রবিন্দু হল আমাদের এই পাঠশালা। একটা যোগসূত্র যা আমাদের সকলকে বেঁধে রেখেছে এক অবিছিন্ন বন্ধনে। এ যেন হৃদয় আর নাড়ীর টান, আমাদের ফেলে আসা মাতৃভূমি ও মাতৃভাষার সঙ্গে।
আমাদের ছেলেবেলার, কৈশোর, যৌবনের অভিজ্ঞতা ও অনুভূতি, কিছুটা, আমাদের নতুন প্রজন্মের সাথে ভাগ করে নেবার জায়গা আমাদের এই বাংলা স্কুল।

 

Read More

Paramita Bagchi

Pathshala Principal

School Location and Contact

Our school location
Temple Beth Am of Northern Westchester
203 Church Place, Yorktown Heights, NY 10598
Please contact school Principal
Sumana Biswas (Phone (502) 905-5460 )
E-mail
teachers-admin@lipilekha.org for more informatiion.

Copyright © 2024 Lipilekha Bengali Association
powered by TULI eServices